Site icon Jamuna Television

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র ১৭ বয়স্ক রিজ উদ্দিনকে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসাবে কিশোরগঞ্জে মামলায় নিরাপদ হেফাজতী হিসেবে এখানে ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার ঝুলন্ত লাশ বাথরুম থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার মরগাহাট এলাকায় তার বাড়ি। সে ২০২০ সালের ৭ জুলাই থেকে এই শিশু উন্নয়ন কেন্দ্রে ছিল।

Exit mobile version