Site icon Jamuna Television

কনকনে বাতাসের সাথে সারা দেশে শীতের দাপট

কনকনে বাতাসের সাথে সারা দেশেই চলছে শীতের দাপট। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

এরআগে, ঘন কুয়াশার কারণে রাত থেকে সকাল ৮ টা পর্যন্ত কয়েক দফা বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সেতুর উভয় পাড়ে দেখা দেয় দীর্ঘ যানজট। এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অন্যদিকে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রাত ২ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে।
এতে উভয় পাড়ে আটকে পড়েছে কয়েকশ’ যানবাহন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে।

Exit mobile version