Site icon Jamuna Television

টাইগার বোলারদের ভেলকিতে নাজেহাল উইন্ডিজ ব্যাটাররা

মেহেদি মিরাজের জোড়া উইকেটে ৪১ রানেই পাঁচ উইকেট হারিয়েছে উইন্ডিজ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে উইন্ডিজ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেবার কাজ শুরু করেন মোস্তাফিজুর রহমান। সুনীল অ্যামব্রিজকে ব্যক্তিগত ৬ রানেই প্যাভিলিয়নের পথ দেখান কাটার মাস্টার। এর পরে তার সাথে যোগ দেন মিরাজ, দলীয় ৩৬ ও ৩৭ রানে ওতিলে ও সিলভাকে ফিরিয়ে দিয়ে দারুণ শুরু করেন এই স্পিনার।

এর পরেই তার সাথে তাল মিলিয়ে অতিথিদের ব্যাটিং শিবিরে আঘাত হানেন সাকিব। আন্দ্রে ম্যাকার্থিকে ফিরিয়ে দিলে চাপে পড়ে অতিথিরা।

আর দলীয় ৪১ রানে মায়ার্স রান আউট হয়ে ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ব্যাট করছে উইন্ডিজ।

Exit mobile version