Site icon Jamuna Television

মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ দখলদারদের বিরুদ্ধে আজও উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএনসিসি। জিরো টলারেন্স নীতিতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

অভিযান চলাকালীন সময়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে এই কথা জানান তিনি। এসময় মেয়র আরো বলেন, পর্যায়ক্রমে উত্তর সিটির সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। কোন ধরণের নোটিশ ছাড়াই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

মেয়র জানান, দখলদারিত্ব রোধে ডিজিটাল মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ফুটপাথ ও সড়ক দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার অভিযানের সময় দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর পল্লবীর এই এলাকা। তাই আজ সব ধরণের প্রস্তুতি নিয়েই অভিযানে নেমেছে ডিএনসিসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সব বাধা উপেক্ষা করেই অভিযান চালানো হবে।

Exit mobile version