Site icon Jamuna Television

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না সাকিব

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের তৃতীয় সন্তান জন্মের মুহূর্তে স্ত্রী শিশিরের পাশে থাকতে এমন সিদ্ধান্ত তার।

তবে এ বিষয়ে বিসিবির কাছে মৌখিকভাবে জানালেও এখনও কোন লিখিত আবেদন দেননি সাকিব। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ। তার আগে ২২ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দল। আগামী মার্চে তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব। নতুন বছরের প্রথম দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে যার সত্যতা নিশ্চিত করেন সাকিব নিজেই। এরআগে গেল এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

Exit mobile version