Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ১৫, শনাক্ত ৬১৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ১৫, শনাক্ত ৬১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৯৮১ জনে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৬১৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জনের।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

Exit mobile version