Site icon Jamuna Television

ইনিংস বড় করতে পারলেন না লিটন

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছে লিটন কুমার দাস। বঙ্গবন্ধু টি–টোয়েন্টি ক্রিকেটের ফর্মটা ঠিক ধরে রাখতে পারছেন না লিটন।

উইন্ডিজের দেয়া ১৪৯ রানের সহজ জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানেই ফিরে যেতে হয়েছে তাকে। দলীয় ৩০ রানের সময় অ্যাকিল হোসেইনের বলে ব্যাকফুটে গিয়ে ফ্লিক খেলতে যেয়ে সামনের পায়ে হিট করে বল।

পরে তামিমের সাথে কথা বলে রিভিউ নিলে সেখানে পরিস্কার দেখা যায় বলটি লেগস্ট্যাম্পের মিডেলে হিট করতো। শেষ পর্যন্ত আর কোন কাজ হয়নি তাই মাঠ ছাড়তে হয়েছে লিটনকে।

Exit mobile version