Site icon Jamuna Television

জুলাই মাসেও সম্ভব নয় ‘রিও কার্নিভ্যাল’

জুলাই মাসেও অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় 'রিও কার্নিভ্যাল'

মহামারির সেকেন্ড ওয়েভের ধাক্কায় জুলাই মাসেও বিখ্যাত ‘রিও কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হওয়া অসম্ভব।

বৃহস্পতিবার টুইটারে এ সিদ্ধান্ত জানান শহরের মেয়র। বলেন- অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে ব্রাজিলের জনপ্রিয় এ উৎসবের দিকে সবার আগ্রহ থাকলেও গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যঝুঁকি।

প্রতিবছর ফেব্রুয়ারিতে হয় লাতিন দেশটির নজরকাড়া এ উৎসব। শীর্ষ ১৩টি সাম্বা স্কুল অংশ নেয় প্যারেডে। যোগ দেন লাখের কাছাকাছি পর্যটক। কিন্তু মহামারির ভয়াবহতার জন্য এ বছর জুলাই পর্যন্ত পেছানো হয় সময়।

বর্তমানে টিকাদান কর্মসূচি চললেও কমেনি দৈনিক সংক্রমণ শনাক্তের হার। করোনাভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছে সোয়া দু’লাখের মতো মানুষ। সংক্রমিত ৮৭ লাখের কাছাকাছি।

Exit mobile version