Site icon Jamuna Television

স্বাস্থ্যসেবার অধিকার থেকে দেশের মানুষ বঞ্চিত: জাপা মহাসচিব

ফাইল ছবি।

স্বাস্থ্যসেবার অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শুক্রবার কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় মহিলা পার্টি এই দোয়ার আয়োজন করেছে।

এসময় পার্টির মহাসচিব বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এখনও দেশে কার্যকর হয়নি। দেশজুড়ে নারী নির্যাতন চলছে। মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে।

এসময় জিএম কাদেরের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টি’র আহ্বায়ক সালমা ইসলাম এমপি। তিনি বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন জি এম কাদের। তিনি দেশজুড়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ করছেন। দেশের জন্য তার সুস্থতা জরুরী বলে মনে করেন সালমা ইসলাম।

Exit mobile version