Site icon Jamuna Television

পর্তুগালে এক বাংলাদেশি গ্রেফতার

জহুরুল ইসলাম মুন, লিসবন:

পর্তুগালে মোহাম্মাদ ইসলাম নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে লিসবন মিউনিসিপাল পুলিশ। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার পিরপুর গ্রামে।

গত বুধবার বিকেল ৫টার দিকে ইসত্রাদা দে মাত্রিম মুনিজ পুলিশ বিভাগ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

জানা যায়, মঙ্গলবার লিসবনের রুয়া দ্যা প্রাতায় ছুরিকাহত করে নয়ন (৩০) নামের এক প্রবাসীকে গুরুতর জখম করে মোহাম্মাদ ইসলাম। এরপর থেকেই পুলিশ মোহাম্মাদ ইসলামকে ধরার জোর প্রচেষ্টা চালাচ্ছিলো। একদিনের মধ্যেই পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

পুলিশের ভাষ্য, মোহাম্মাদ ইসলাম এই হত্যা চেষ্টা চালায়। এর আগে তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ পাসপোর্টসহ অন্যান্য জিনিসগুলো জব্দ করেছে।

উল্লেখ্য, মাদারীপুরের সদর থানার আহত নয়ন লিসবনের একটি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাসায় অবস্থান করছেন।

ইউএইচ/

Exit mobile version