Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের নিহত আরোহীদের প্রতি শেষ শ্রদ্ধা পরিবারের

ইন্দোনেশিয়া বিধ্বস্ত বিমানের নিহত আরোহীদের প্রতি শেষ শ্রদ্ধা পরিবারের

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের নিহত আরোহীদের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা। একদিন আগেই সমাপ্তি ঘোষণা করা হয় উদ্ধার অভিযান।

নৌবাহিনীর একটি জাহাজে, জাভা সাগরে যান নিখোঁজ আরোহীদের স্বজনরা। ব্ল্যাকবক্স উদ্ধার হওয়া স্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় পরিবার।

এর আগেই, প্রত্যেক নিহতের পরিবারকে ৯০ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

দুই সপ্তাহ আগে, ৬২ আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয় শ্রী-বিজয়া এয়ারলাইনসের একটি বিমান। এখন পর্যন্ত ১২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সাথে পাওয়া গেছে একটি ব্ল্যাকবক্স।

Exit mobile version