Site icon Jamuna Television

কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার জাহিদ তরিকুলের প্রতিপক্ষ শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থক। প্রাথমিকভাবে হত্যায় পরিকল্পনার সাথে সে জড়িত বলে স্বীকারোক্তিও দিয়েছে পুলিশের কাছে।

গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফল ঘোষণার পরপরই তার ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা হয়।

ইউএইচ/

Exit mobile version