Site icon Jamuna Television

ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে শুক্রবার রাত ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীব্রতায় ভীড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট বড় ৬টি ফেরি।

ঘাটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। আটকা পড়া যানবাহনের যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ হয়ে হয়। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি। একই সময়ে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচলও।

এদিকে ঘনকুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টা পযর্ন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এসময় আটকা পড়া যাত্রীবাহী যানবাহন গুলো নদী পার হতে পারলেও দুই প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্টাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

Exit mobile version