Site icon Jamuna Television

রাজধানীতে তৃতীয় দিনের মতো চলছে উচ্ছেদ কার্যক্রম

রাজধানীতে তৃতীয় দিনের মতো চলছে উচ্ছেদ কার্যক্রম

তৃতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে উত্তর সিটি করপোরেশন।

শনিবার সকাল থেকে ১১ নম্বর সেকশনের ১ নম্বর রোডে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর ও দোকান পাট গড়ে তুলায় সেগুলো গুঁড়িয়ে দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা দুদিন উচ্ছেদ অভিযান চালায় করপোরেশন। প্রথমদিন এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটলেও আজ পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে , যে কোনো মূল্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলবেন তারা। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিযান-স্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Exit mobile version