Site icon Jamuna Television

যুক্তরাজ্যে লকডাউনের নির্দেশ অমান্য করে বিয়ে, পুলিশের বাধা

যুক্তরাজ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠানে পুলিশের বাধা

যুক্তরাজ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দেড়শ’ অতিথি নিয়ে করা বিয়ের অনুষ্ঠান ভন্ডুল করে দিলো পুলিশ। লকডাউনের নির্দেশ অমান্য করায় ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে আয়োজকদের।

করোনার রেকর্ড সংক্রমণের মধ্যেই স্টামফোর্ড হিলের এক শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে হয় এ আয়োজন। পুলিশের উপস্থিতিতে পালিয়ে যান অতিথিরা।

এপ্রিলে করোনাতেই প্রাণ হারান স্কুলের অধ্যক্ষ রাব্বি আব্রাহাম। গোঁড়া অর্থোডক্স ইহুদি স্কুলটির কর্তৃপক্ষের দাবি, হলে বিয়ের অনুষ্ঠান নিয়ে কোনো ধারণাই ছিল না তাদের।

এদিকে ইংল্যান্ডে এ পর্যায়ে সংক্রমণ বাড়ছে যেসব এলাকায় তার অন্যতম স্টামফোর্ড হিল।

Exit mobile version