Site icon Jamuna Television

খাস জমি উদ্ধার করে পার্ক ও খেলার মাঠ তৈরি করা হবে: মেয়র আতিকুল

খাস জমি উদ্ধার করে পার্ক ও খেলার মাঠ তৈরি করা হবে: মেয়র আতিকুল

খাস জমি উদ্ধার করে পার্ক ও খেলার মাঠ তৈরি করা হবে। এমন কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

শনিবার সকালে মোহাম্মদপুরের ইকবাল রোডে উদায়াচল পার্ক ও খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, ২৪টি পার্ক করার কাজ হাতে নেয়া হয়েছে। যার মধ্যে ৮টি খেলার মাঠ তৈরি করা হবে বলেও জানান তিনি।

এছাড়া অবৈধভাবে যেন খাল আর মাঠ দখল না হয় তা নিশ্চিতে উত্তর সিটি কাজ করছে বলেও জানান মেয়র। বলেন, আগামী দিনে খেলার উন্নয়নে মেয়র কাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

Exit mobile version