Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের মান্দারীতে কাভার্ড ভ্যানের চাপায় মো. সুমন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের মান্দারী বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুমন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের রুহুল আমিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান মান্দারী বাজার ব্রিজের উপর পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় সিএনজি স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। কাভার্ড ভ্যানটি সুমনকে চাপা দিলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সিএনজি এবং কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

ইউএইচ/

Exit mobile version