Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবিতে ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ-৬

কক্সবাজার প্রতিনিধি:

গভীর বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার সকালে সেন্টমার্টিনের আনুমানিক ৩৫ মাইল দক্ষিণ-পশ্চিমে ২৩ জন মাঝিমাল্লা নিয়ে এমভি যানযাবিল নামের ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার বিকাল পর্যন্ত ট্রলারটির ৪ জনের মৃতদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এঘটনায় এখনো ৬ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

জানা যায়, এক সপ্তাহ আগে ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশে রওনা হয়। আজ সকালে ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায় বলে ট্রলার মালিক কর্ণফুলী থানার চরলক্ষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী
গণমাধ্যমকে জানিয়েছেন।

Exit mobile version