Site icon Jamuna Television

চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ-উইন্ডিজ দল

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।

আজ শনিবার দুপুর ১টায় চট্টগ্রামে পৌঁছায় তারা। ওয়ানডে সিরিজে এখন উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ২-০’তে এগিয়ে থাকা স্বাগতিকদের। বিপরীতে সান্ত্বনার জয়ের খোঁজে জেসন মোহাম্মদের দল।

ওয়ানডে শেষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’দল মুখোমুখি হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। এর আগে এমএ আজিজ স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফররত ওয়েস্ট ইন্ডিজ দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।

ইউএইচ/

Exit mobile version