Site icon Jamuna Television

মৌলভীবাজারে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে গৃহবধূ ধর্ষণ মামলার এক দিনের মাথায় প্রধান আসামি অজুদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় অভিযুক্ত আরেক আসামী গ্রেফতার হয়।

পুলিশ জানায়, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অজুদ। গত ২১ জানুয়ারি সদর উপজেলার গোজারাই গ্রামের এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়। এঘটনায় গতকাল রাতে চারজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়।

এরপর সকালে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে অভিযান চালিয়ে প্রধান আসামি অজুদ মিয়াকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, ঘটনার মুল আসামি অজুদ মিয়ার বিরুদ্ধে থানায় আরও তিনটি মামলা রয়েছে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সে অন্যান্যদের নাম প্রকাশ করে পুরো ঘটনাটি স্বীকার করেছে। অচিরেই অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান চলমান আছে।

Exit mobile version