Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরের নির্দেশে কোম্পানীগঞ্জে হরতাল কর্মসূচি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোববারের পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহারের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরের বরাত দিয়ে তিনি দাবি করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সকল দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। পরবর্তীতে এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলার প্রতিবাদে শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট থেকে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ।

ইউএইচ/

Exit mobile version