Site icon Jamuna Television

চসিকে নির্বাচনী প্রচারণায় তারকারা

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার নামছেন দেশের চলচ্চিত্র শিল্পীরা।

রোববার দুপুর থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় অংশ নেবেন তারা। শনিবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

জানানো হয়, নির্বাচনী প্রচারণায় থাকছেন চলচ্চিত্র তারকা রিয়াজ, ফেরদৌস, দিলারা জামান, শমী কায়সার, তারিন, তানভীর সুইটি, অপু বিশ্বাস, বিজরী বরকতুল্লাহ, মাহিয়া মাহি এবং রোকেয়া প্রাচীসহ অনেকে।

Exit mobile version