Site icon Jamuna Television

যুক্তরাজ্যে ভেন্টিলেশনে ৪ হাজারের বেশি করোনা রোগী!

যুক্তরাজ্যে ভেন্টিলেশনে ৪ হাজারের বেশি করোনা রোগী!

মহামারিকালে প্রথমবার যুক্তরাজ্যে ভেন্টিলেশনে থাকা মরণাপন্ন করোনা রোগীর সংখ্যা চার হাজার ছাড়ালো। স্থান সঙ্কুলান হচ্ছে না আইসিইউ’তে। বাধ্য হয়ে আইসিইউ’তে চিকিৎসার বিকল্প নেই- এমন অন্তত ১০ শতাংশ রোগীকে রাখতে হচ্ছে সাধারণ বেডে।

এপ্রিলে মহামারির ‘ফার্স্ট ওয়েভে’ও এতোটা বেসামাল পরিস্থিতিতে পড়েনি ব্রিটিশ হাসপাতালগুলো। তখন একই সময়ে ব্রিটেনে ভেন্টিলেশনে ছিলেন সর্বোচ্চ ৩৩শ’ করোনা রোগী।

গেলো দু’/এক সপ্তাহে দৈনিক সংক্রমণের তুলনায় মৃত্যুহার প্রায় পাঁচ শতাংশ; যা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে শঙ্কা প্রশাসনের। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়েও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। গুরুতর অসুস্থ অনেককেই বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। মারাও যাচ্ছেন তাদের অনেকে।

রয়্যাল লন্ডন হসপিটালে ১৫ তলাবিশিষ্ট মর্গের ১২টি জুড়ে কেবল কোভিড রোগীদের মরদেহ।

Exit mobile version