Site icon Jamuna Television

হাইকোর্ট এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি খুন

হাইকোর্ট এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি খুন

রাজধানীতে হাইকোর্ট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। তার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে।

শনিবার আনুমানিক রাত ১০টার দিকে ঈদগাহ মাঠের প্রাচীরের বাইরে ফুটপাতে ছুরিকাহত এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নেন পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের পকেটে ১৫ হাজার টাকা পাওয়া গেছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত ব্যক্তিকে চার-পাঁচজন ঘিরে ধরেছিল। এক পর্যায়ে তারা দৌঁড়ে পালিয়ে যায় এবং ফুটপাতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। ঘটনায় জড়িতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের কথা জানিয়েছে পুলিশ।

Exit mobile version