Site icon Jamuna Television

ন্যাশনাল গার্ড সদস্যদের ধন্যবাদ জানিয়ে বিস্কুট বিতরণ মার্কিন ফার্স্ট লেডি’র

ন্যাশনাল গার্ড সদস্যদের ধন্যবাদ বিস্কুট বিতরণ মার্কিন ফার্স্ট লেডি'র

ন্যাশনাল গার্ড সদস্যদের ধন্যবাদ জানিয়ে বাড়িতে তৈরি বিস্কুট বিতরণ করেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান জিল। গত বুধবার ক্যাপিটল হিলে প্রেসিডেন্টের শপথগ্রহণের আয়োজনে নিয়োজিত ছিল ন্যাশনাল গার্ডের ২৫ হাজারের বেশি সদস্য।

এর আগে, শপথের দিন কার পার্কিংয়ের জায়গায় নিরাপত্তা কর্মীদের গাদাগাদি করে ঘুমানোর কিছু ছবি ফাঁস হয়। ওই দিনের পর দেড় শতাধিক সেনা আক্রান্ত হয় কোভিড নাইনটিনে। তীব্র নিন্দার মুখে পড়েন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনার জেরে ক্ষমাও চেয়েছেন জো বাইডেন।

Exit mobile version