Site icon Jamuna Television

কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

কক্সবাজারে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার জাহাজ। তাদের সাথে যুক্ত হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। তবে এখনো পাওয়া যায়নি নিখোঁজ ৮ জেলেকে।

কোস্টগার্ড জানায়, গতকাল সকালে ২৬ জন মাঝি নিয়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে ‘এফভি যানযাবিল’ নামের ট্রলারটি ডুবে যায়। কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ উদ্ধারের কাজ শুরু করে। জীবিত উদ্ধার হয় ১৪ জেলে।

এছাড়া, পাওয়া যায় চারজনের মরদেহ। এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ট্রলার নিয়ে বেরিয়েছিলেন তারা। ঘনকুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা তাদের।

Exit mobile version