Site icon Jamuna Television

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার দিবাগত রাত একটা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও রবিবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্য রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত ৫টি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে। এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

Exit mobile version