Site icon Jamuna Television

কোকো রাজনীতিবিদ ছিলেন না: ফখরুল

কোকো রাজনীতিবিদ ছিলেন না: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতিবিদ ছিলেন না। একজন ক্রীড়া সংগঠক ছিলেন। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময়ে
একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্রীড়াঙ্গনে কাজের মাধ্যমে অল্প সময়ে নিজেকে স্মরণীয় করে রেখেছেন কোকো এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠক কোকো-কে মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, নির্যাতন করায় অসুস্থ হয়ে পড়েন তিনি। আর অসুস্থ অবস্থাতেই মারা যান। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

রোববার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

Exit mobile version