Site icon Jamuna Television

সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই তিউনিশিয়ায় দুর্নীতি বিরোধী আন্দোলন

সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই তিউনিশিয়ায় দুর্নীতি বিরোধী আন্দোলন

সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই তিউনিশিয়ায় অব্যাহত পুলিশি নিপীড়ণ-দারিদ্র্য ও দুর্নীতি বিরোধী আন্দোলন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ-সমাবেশ থেকে আটক হয়েছেন হাজারের বেশি মানুষ।

শনিবারও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময়, আরব বসন্তের সময়কার শ্লোগান উচ্চারিত হয়। সরকারের পদত্যাগের পাশাপাশি আটককৃতদের দ্রুত মুক্তি চান ক্ষুব্ধ তিউনিসরা।

তাদের অভিযোগ, আরব বসন্তের মতো আন্দোলনের ১০ বছর পরও সরকারি কাঠামোয় আসেনি পরিবর্তন। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের জন্য ভুগছে সাধারণ মানুষ। করোনা মহামারি এবং উত্তাল পরিস্থিতি সামলাতে সন্ধ্যা ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। এছাড়া ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ যেকোন জন-সমাগম। বিধিমালা লঙ্ঘনে জরিমানা থেকে কারাদণ্ডও ভোগ করতে হবে।

Exit mobile version