Site icon Jamuna Television

কুর্মিটোলা হাসপাতালের নার্সকে প্রথমে ভ্যাকসিন দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

আগামীকাল দেশে আসছে ৫০ লাখ ভ্যাকসিন। সেগুলো গ্রহণে জাতীয় কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের; সেটারও অনুমোদন দিচ্ছি। ২৭ জানুয়ারি ভ্যাকসিন দেয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে প্রথমে দেয়া হবে।

জাহিদ মালেক বলেন, করোনার যত ভ্যাকসিন আছে; তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ। সবগুলোতেই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটাতেও সামান্য জ্বর-বমি বা ব্যথা হয়। তিনি ভ্যাকসিন নেয়া মানুষের স্বাধীনতা। কাউকে জোর করা হবে না।

মন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী যাই বলুক তাকে এখনই ভ্যাকসিন দিতে প্রস্তুত সরকার। জীবন রক্ষার্থে ভাকসিন, মজা করার জন্য নয়। মানুষের জীবনের জন্য ভ্যাকসিন।

Exit mobile version