Site icon Jamuna Television

গল টেস্টের প্রধান অতিথি গুইসাপ, টুইটে লিখেছেন শচীন

গল টেস্টে অ্যাঞ্জেলো ম্যাথিউসের শতক, তারপর তান্ডব চালিয়েছে প্রতিপক্ষ দলের অধিনায়ক জো রুট। এই ম্যাচের দ্বিতীয় সেশনে কিছুটা দ্রুতি হারাচ্ছিলো ম্যাচ, ঠিক সেই সময়ই হুট করে স্টেডিয়ামে হাজির হয় বিশাল আকৃতির একটি গুইসাপ।

একেবারে বাউন্ডারি লাইনের সামনে দিয়ে রীতিমত রাজকীয় ভঙ্গিতে এগিয়ে চলছিলো সে। তার পরেই কর্মীদের আক্রমণে বাউন্ডারি লাইনের বাইরে পালিয়ে যায় গুইসাপটি। মাঠের ভিতরে এই গুইসাপটি যতক্ষণ ছিলো ঠিক ততক্ষনই তার দিকেই দৃষ্টি ছিলো সকলের।

মাঠে এত বড় গুইসাপ দেখে টুইটারে হাস্যরস শুরু করে সাবেক তারকা ক্রিকেটাররা। যেমন ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার গুইসাপটির ছবি পোস্ট করে টুইট করেণ গল টেস্টের প্রধান অতিথি মাঠে এসেছেন।

এমন মজা করে টুইট করেছেন অনেক তারকা ক্রিকেটারই। তবে স্টেডিয়ামে উপস্থিত ভক্তরা বেশ ভয় ও পেয়েছিলেন।

Exit mobile version