Site icon Jamuna Television

আশুগঞ্জে চেয়ারম্যানের ছোট ভাইকে হত্যার ঘটনায় ৫ আসামিকে কারাগারে প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাইকে হত্যার ঘটনায় ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় গ্রেফতারকৃত আসামিদের। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে নিহতের বড় ভাই জাহাঙ্গীর মুন্সি আশুগঞ্জ থানায় চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান’সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আধিপত্য বিস্তারের জেরে ২২ জানুয়ারি রাতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। গুরুত্বর অবস্থায় জামাল মুন্সিকে হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version