Site icon Jamuna Television

আদালত অবমাননার অভিযোগ মেয়র আতিকসহ ৭ জনের বিরুদ্ধে

বেদখল খাল-সড়ক উদ্ধারের পর রক্ষায় স্থানীয়দের সচেতন থাকতে হবে: মেয়র আতিকুল

ফাইল ছবি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করা হয়েছে।

রাজধানীর মিরপুরে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা স্বত্বেও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় এই আবেদন করা হয়। একইসাথে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে ওই সময় বিহারিদের প্রায় ৩৪ কোটি টাকা ক্ষতি পূরণের আর্জিও জানানো হয়েছে আবেদনে।

সোমবার সকালে আবেদনের বিষয়টি জানান বিহারিদের পক্ষে আইনজীবী সগির হোসেন লিয়ন। এ আবেদনের শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী এই আবেদন করেছেন।

অভিযোগে মেয়র মো. আতিকুল ইসলাম ছাড়াও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, পুলিশ কমিশনার, মিরপুর জোন ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ডিএনসিসির পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, পল্লবী থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) উল্লেখ করা হয়।

Exit mobile version