Site icon Jamuna Television

রানের খাতা খুলতেই পারলেন না লিটন দাস

সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। যদিও ম্যাচ একটা এখনও বাকি। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও। আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ।

সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটনকে হারিয়েছে বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি লিটন।

খেলার শুরুতেই ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দেন ডানহাতি ক্যরিবীয় পেসার আলজারি জোসেফ। তার প্রথম ওভারের পঞ্চমবলে আউট হন ওপেনার লিটন দাস। লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জোসেফ। দলের স্কোর তখন ১ রানে ১ উইকেট। জোসেফের প্রথম বলে ১ রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিয়েছিলেন তামিম।

সবশেষ ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান।

Exit mobile version