Site icon Jamuna Television

করোনায় আরও ১৮ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৪১ জনে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৬০২ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৫ লাখ ৩২ হাজার ৪১০ জনের।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৯৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮১০টি আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২৯টি।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

Exit mobile version