Site icon Jamuna Television

ইতালিয়ান ফুটবল লিগে রেকর্ড গড়ার হাতছানি য়্যুভেন্টাসের

টানা নবম লিগ শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়ার হাতছানির মধ্যে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে য়্যুভেন্টাস। তারা ২-০ গোলে হারিয়েছে বোলোনিয়াকে।

রাতে, ম্যাচের ১৫ মিনিটে আর্থারের নিচু শট বোলোনিয়া ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।

এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোর শট ফেরান বোলোনিয়া গোলরক্ষক শোরুপস্কি। গোল বাঁচিয়েছেন য়্যুভেন্টাস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিও।

৭১ মিনিটে ২-০’র জয় নিশ্চিত করেন মার্কিন মিডফিল্ডার ম্যাককেনি। ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে য়্যুভেন্টাস এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে এসি মিলান।

Exit mobile version