Site icon Jamuna Television

চসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মাহবুব তালুকদারের

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনে চসিক নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই নির্বাচনে পক্ষ বিপক্ষের ভারসাম্য সৃষ্টি করা বড় চ্যালেঞ্জ। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য। না হলে চট্টগ্রাম সিটি করপোরেশেন নির্বাচন ভণ্ডুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাহবুব তালুকদার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু না হলে অবাধ নিরপেক্ষ আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের পূর্বশর্ত লেভেল প্লেয়িং ফিল্ডের ধারণাও তাতে অবান্তর হয়ে যায়।

ইউএইচ/

Exit mobile version