Site icon Jamuna Television

শার্শা সীমান্তে ১ হাজার ১৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা সীমান্তে ১ হাজার ১৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে শার্শার সালকোনা সীমান্ত থেকে এ ফেনসিডিলসহ মালিকবিহীন শাহীন হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। শাহীন রঘুনাথপুর গ্রামের ইয়ানুর রহমানের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে সালকোনা সীমান্তের নারকেল বাড়িয়া গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে বস্তা ভর্তি ১ হাজার ১৯০ বোতল ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়।

তিনি বলেন, পরে ফেনসিডিলের মালিক শাহীন হোসেনকে আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ১১ লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবি জানায়। আটক শাহীনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version