Site icon Jamuna Television

মন্ত্রিসভায় বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন, ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পর্যটকরা চুক্তি অনুযায়ী সেবা না পেলে ট্যুর অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকবে। আইন লঙ্ঘন করলে ৬ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা যাবে। এতে করের আওতায় আসবে ট্যুর অপারেটররা। নিবন্ধন ছাড়া কোনো অপারেটর ট্যুর পরিচালনা করতে পারবে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে, ‘বয়লার আইন’, ‘জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা’র অনুমোদনও দেয়া হয়েছে বৈঠকে। সভায় প্রধানমন্ত্রী জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে ঋণ প্রণোদনার বিশেষ গুরুত্ব দেয়ার নির্দেশনা দিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version