Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের এক বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ৫ বাসিন্দার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মাঝে ছিলেন এক অন্তঃসত্ত্বা নারীও।

পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার ভোরে শহরের বাইরে গুলিবিদ্ধ অবস্থায় এক কিশোরকে উদ্ধার করা হয়। কিশোরের জবানবন্দি অনুসারে, সেই বাড়িতে অভিযান চালায় পুলিশ।

গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি সদ্যজাত শিশু এবং মাকে। গোলাগুলির ঘটনায় এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ; চলছে তদন্ত।

ইউএইচ/

Exit mobile version