Site icon Jamuna Television

করোনার টিকা বণ্টন নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো পরিকল্পনাই ছিল না: ক্লেইন

করোনা টিকা বণ্টন নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো পরিকল্পনাই ছিল না বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আড়াই কোটি ছাড়িয়ে যাওয়ার পেছনে ট্রাম্প প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন এই হোয়াইট হাউজ কর্মকর্তা। এর আগে করোনা মোকাবিলায় নতুন কর্মপরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিভিন্ন শহরের মেয়রের সাথে ভার্চুয়াল সম্মেলনে আবারও ১০০ দিনে ১০০ মিলিয়ন মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার প্রত্যয় জানান বাইডেন। বাধ্যতামূলক মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

বাইডেন প্রশাসনের নতুন নীতি পরিকল্পনা বাস্তবায়নই এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রন ক্লেইন। তিনি বলেন, যখন হোয়াইট হাউজে দায়িত্বগ্রহণ করি, দেখলাম নার্সিং হোম আর হাসপাতালের বাইরে টিকা বণ্টন নিয়ে সার্বিক কোনো পরিকল্পনাই নেই। লাখ লাখ ডোজ টিকা বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। অথচ ট্রাম্প প্রশাসনের গাফিলতির কারণে তার সঠিক প্রয়োগ হয়নি। প্রেসিডেন্টের নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নই এখন লক্ষ্য।

ইউএইচ/

Exit mobile version