Site icon Jamuna Television

রংপুরে সিগারেটের প্যাকেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর রামপুরা থেকে সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ৫০০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী লালু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, সোমবার সন্ধ্যায় নগরীর ১৭ নং ওয়ার্ডে রামপুরা খলিফাপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী লালু মিয়ার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তার শোয়ার ঘরে থাকা সিগারেটের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০০ পিস ইয়াবাসহ লালুকে গ্রেফতার করা হয়। লালু ওই এলাকার মৃত আব্দুল খালেক ছেলে লাভলু মিয়ার পুত্র। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লালু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদকব্যবসায়ী। তাকে নজরদারিতে রাখা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইউএইচ/

Exit mobile version