Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন

ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন জেনেট ইয়েলেন। সোমবার সিনেটের ফাইন্যান্স কমিটির দ্বিদলীয় অধিবেশনে নির্বাচিত হন তিনি।

৭৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক। তবে ট্রাম্প শাসনামলে দ্বিতীয় মেয়াদে তিনি আসতে পারেননি ব্যাংকের দায়িত্বে।

মহামারি চলাকালে অর্থনীতি পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন- এমনটাই প্রত্যাশা কংগ্রেসের। একইদিন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টোনি ব্লিংকেন’কেও নির্বাচিত করে সিনেট।

অধিবেশনে দাঁড়িয়ে চীন-ইরান-উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো শত্রুভাবাপন্ন দেশগুলোকে মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন ৫৮ বছরের কূটনীতিক। ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা বিভাগের উপদেষ্টা।

Exit mobile version