Site icon Jamuna Television

বন্ধুত্বের প্রমাণ ভ্যাকসিন: প্রজাতন্ত্র দিবসে ভারতীয় হাইকমিশনার

নিজেদের কোটার ভ্যাকসিন বাংলাদেশকে উপহার দিয়েই ভারত প্রমাণ করেছে বাংলাদেশের সাথে তার গভীর বন্ধুত্বের অঙ্গীকার। মঙ্গলবার সকালে ঢাকাস্থ দূতাবাসে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমনটাই জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতীয় হাইকমিশনার বলেন, কোভিড মোকাবেলায় দুই দেশ একই সাথে কাজ করবে। স্বাস্থ্য সুরক্ষা ও করোনা পরিস্থিতির কারণেই ভারতে ট্যুরিষ্ট ভিসা কার্যক্রম শুরু করতে সময় লাগছে। শীঘ্রই এটি চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দোরাইস্বামী।

এদিকে সীমিত পরিসরে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে উদযাপিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা। পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন ভারতীয় হাই কমিশনার। পরে জাতীয় সংগীতের মাধ্যমে দেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ভাষণ পাঠ করে শোনানো হয়।

Exit mobile version