Site icon Jamuna Television

হাইকোর্ট এলাকায় হামিদুল হত্যার ঘটনায় ৫ জন আটক

ছিনতাইকারীর ছুরিকাঘাতে হামিদুল হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশের রমনা বিভাগের গোয়েন্দা টিম। সোমবার রাজধানীর উত্তর মুগদা ও কামরাঙ্গীচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ায় ডিএমপি গোয়েন্দা টিম মাঠে তৎপর রয়েছে। গত ২৩ জানুয়ারি হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটক করে গোয়েন্দা টিম। আটককৃতদের বিরুদ্ধে অতীতেও প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাকু, মোটর চালিত রিকশা, লুণ্ঠিত মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। মূল ছিনতাইকারী একজন, হাতকাটা থাকায় রিকশা চালিয়ে দীর্ঘদিন রাজধানীতে ছিনতাই করে আসছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার।

Exit mobile version