Site icon Jamuna Television

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সমন্বিত কন্টিনজেন্ট

ছবি: ইন্টারনেট।

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো বাংলাদেশের একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট কুচকাওয়াজে অংশ নিয়েছে।

লেফটেনেন্ট কর্নেল আবু মোহাম্মেদ শাহনুর শাওনের নেতৃত্বে ১২২ সদস্যের চৌকস দলটি কুচকাওয়াজে অংশ নেয়। দিল্লিতে ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি- গানটির সুরে- বাংলাদেশ কন্টিনজেন্ট মার্চপাস্ট করে।

আইএসপিআর জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর এই সমন্বিত কন্টিনজেন্ট গঠিত হয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট ৩০ জানুয়ারি দেশে ফিরে আসবে।

পাশাপাশি একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘ডাকোটা’ এয়ারক্রাফটের অবিস্মরণীয় ভূমিকার স্বীকৃতি দিতে আকাশে ‘ফ্লাইপাস্ট’ করে। রুদ্র ফর্মেশনে ফ্লাইপাস্ট করে ডাকোটা বিমানটি।

Exit mobile version