Site icon Jamuna Television

করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৫৫ জনে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৫১৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জনের।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন।

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৯৬টি আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪০১টি।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

ইউএইচ/

Exit mobile version