Site icon Jamuna Television

সিনেটে পাঠানো হলো ট্রাম্পের অভিশংসন নথি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ থেকে সিনেটে পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নথি। সোমবার রাতে প্রতিনিধি পরিষদের একটি দল নথিপত্র নিয়ে সিনেটে যান। এর মাধ্যমে উচ্চকক্ষে অভিশংসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

যদিও এ বিষয়ক বিতর্ক শুরু হবে ৮ ফেব্রুয়ারি। সিনেটে ট্রাম্পকে অভিশংসিত করতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন। সাজা হলে আর কখনো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।

তবে প্রেসিডেন্টের বিদায়ের পর অভিশংসন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ১৩ জানুয়ারি কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে নজিরবিহীন হামলায় উসকানি দেয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় প্রতিনিধি পরিষদ।

ইউএইচ/

Exit mobile version