Site icon Jamuna Television

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন কাল

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল। সব ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। একই সাথে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার সকাল থেকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ, জিইসি কনভেনশন সেন্টার, পোলো গ্রাউন্ড আর বন্দর পুলিশ লাইন মাঠে জড়ো হন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সদস্যরা। সেখানে নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সাথে সমন্বয় করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নেন তারা। সেখান থেকে তারা যান কেন্দ্রে।

রিটার্নিং কর্মকর্তা জানান, এবার সিটি করপোরেশন নির্বাচনে ৪১০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। সেসব কেন্দ্রে ছয়জন সশস্ত্র পুলিশ সদস্য ছাড়াও ১২ জন আনসার মোতায়েন থাকবে। এছাড়া বাইরে টহলে থাকবে বিজিবি। থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

সবমিলিয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ৮ হাজার সদস্য মোতায়েন থাকবে এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে।

ইউএইচ/

Exit mobile version