Site icon Jamuna Television

উইকম্বকে ৪-১ গোলে হারালো টটেনহ্যাম

উইকম্ব ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়ে আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার। জোড়া গোল করেছেন ট্যাঙ্গুই দমবেলে।

ঘরের মাঠে শুরুতেই লিড নেয় উইকম্ব। স্কোর শিটে নাম তোলেন ফ্রেড ওনিয়েদিনমা। প্রথমার্ধের শেষ দিকে গ্যারেথ বেলের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে টটেনহ্যাম। ম্যাচের ৮৬ মিনিটে হ্যারি উইঙ্কসের গোলে লিড স্পার্সের।

পরের মিনিটেই ব্যবধান ৩-১ করেন ট্যাঙ্গুই দমবেলে। ইনজুরি সময়ে এই ফরাসি মিডফিল্ডারের দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর দল।

ইউএইচ/

Exit mobile version